দূরবীণ নিউজ প্রতিবেদক :
দিনাজপুর পাসপোর্ট অফিসে পাসপোর্ট প্রদান, নবায়ন প্রভৃতি সেবা প্রদানে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। একজন ভুক্তভোগী দুদক অভিযোগ কেন্দ্রে (টোল ফ্রি হটলাইন- ১০৬) অভিযোগ করেন, উল্লিখিত অফিসে সেবাগ্রহীতাগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্ট গ্রহণকালে দালাল ও বাড়তি অর্থ ছাড়া কোন সেবাই পাওয়া যায় না।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই অভিযোগের প্রেক্ষিতে দুদক সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিসের আশেপাশে অবস্থান নেয়। একজন দালাল সেবাগ্রহীতাদের জিম্মি করে অবৈধ অর্থ গ্রহণকালে আটক হয়।
গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি আরো জানান, পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। টিম পাসপোর্ট অফিসের প্রধানকে পাসপোর্ট সেবা প্রদানে এবং দালালদের দৌরাত্ম্য রোধে অধিকতর সচেষ্ট হবার জন্য অনুরোধ করেন।
তিনি দুদকের অভিযান এবং সুপারিশকে আমলে সেবা প্রদান পদ্ধতিতে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন আনয়নের নিশ্চয়তা প্রদান করেন। উপস্থিত জনসাধারণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান। একই টিম দিনাজপুর হর্টিকালচার সেন্টারে মাশরুমের বীজ ক্রয়ে অধিক টাকা গ্রহণের অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করে।
এছাড়াও রাজধানীতে লেকের জমি অধিগ্রহণে টাকা আত্মসাতের অভিযোগে, নবাবগঞ্জে বিদ্যালয়ের জমি ভুয়া দলিলের মাধ্যমে নামজারি করার অভিযোগে এবং সুনামগঞ্জের ধর্মপাশায় সড়ক উন্নয়নের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এবং সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে ৩টি পৃথক অভিযান পরিচালিত হয়েছে ।# কাশেম