দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতে বিধানসভা নির্বাচনে জয়ের পর সে পথে আর হাঁটলেনই না অরবিন্দ কেজরিওয়াল।
দিল্লিতে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিতে আসেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, ‘এই জয় মানুষের জয়। কাজে বিশ্বাস রেখে ভোট দিয়েছেন সকলে। নতুন রাজনৈতিক যুগের সূচনা করেছেন।’ খবর আনন্দবাজার পত্রিকার ।
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) বিপুল ভোটে জয়ী হওয়ার পর একবারও প্রতিপক্ষ বিজেপির নাম শোনা গেল না আম আদমি-প্রধানের মুখে। বরং কাজ দেখেই মানুষ তাদের ভোট দিয়েছেন, বার বার এমনটাই বলতে শোনা গেল তাকে।
এ দিন ভোটগণনা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই আম আদমি পার্টির (আপ) জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। বেলা যত বাড়তে থাকে ভারতের কেন্দ্রীয় শাসক দল বিজেপির সাথে জয়ের ব্যবধানও ততই চওড়া হতে থাকে তাদের।
বিকাল ৪টার মধ্যে আপের আসন সংখ্যা যেখানে ৬৩-তে গিয়ে ঠেকে, সেখানে বিজেপির সংগ্রহ দাঁড়ায় মাত্র সাত।
দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘তৃতীয় বার আম আদমি পার্টির উপর ভরসা রাখার জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ। যারা আমাকে নিজের ছেলে বলে মনে করেন, যারা আমাদের ভোট দিয়েছেন, আজকের এই জয় তাদের জয়।’
এরপর নিজের টুইটার হ্যান্ডল থেকেও দিল্লিবাসীর উদ্দেশে বার্তা দেন কেজরিওয়াল। তিনি লেখেন, ‘ছেলেকে এত ভালোবাসা দেয়ার জন্য মন থেকে দিল্লিবাসীকে ধন্যবাদ জানাই।
নতুন ধরনের রাজনীতির জন্ম দিয়েছেন দিল্লির মানুষ, যা হল কাম কি রাজনীতি। এই জয় ভারত মাতার জয়। জয় হিন্দ।’ #