দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) পুনরায়ন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফা। ডিএনসিসিতে বেশ জনপ্রিয় ও কর্মকর্তা-কর্মচারী বান্ধব বলে খ্যাত ৪ নম্বর ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মো. জামাল মোস্তফা।
এরআগেও ডিএনসিসিতে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৬ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন জামাল মোস্তফা।
সরকারের নির্দেশনার আলোকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশে জামাল মোস্তফাকে ডিএনসিসির কঠিন মূহুর্তে মেয়রের দায়িত্ব পালন করতে হচ্ছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে ডিএনসিসির নগরভবনে আসেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। এরআগ থেকেই ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব এবং বিভাগীয় প্রধানসহ কর্মকর্তারা তার জন্য অপেক্ষা করতে থাকেন।
তিনি নগর ভবনের ৮ তলায় প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তরে আসেন। মূহুর্তের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা তার সাথে দেখা করতে ওই দপ্তরে আসেন এবং কৌশলাদি বিনিময় করেন। পরে তিনি ডিএনসিসির বিভিন্ন বিষয় নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়াসহ বিভাগীয় প্রধানদের সাথে বৈঠক করেন। জানা যায় , ৫ ফেব্রূয়ারি স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় থেকে এক অফিস আদেশে জারি করা হয়। আদেশে উল্লেখ করা হয়, সিটি করপোশেন আইন ২০০৯ এর ২১ (১) ধারা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে নব নির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ করা পর্যন্ত বর্তমান পরিষদের মেয়র প্যানেরের জেষ্ঠ সদস্য মেয়রের সকল দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। এই অদেশের বলেই ডিএনসিসির মেয়ররে শূণ্য পদে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে জামাল মোস্তফা দায়িত্ব প্রদানে এগিয়ে আসেন।
এরআগেও ডিএনসিসিতে ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৬ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন জামাল মোস্তফা। # কাশেম