দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে বিচারপতি মানিকের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট ।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন।
এরআগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ আদালতে মেয়র প্রার্থী কাবিথ আইয়ালের পক্ষে শুনানি করতে গিয়ে রিটকারী বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিককে প্রশ্নের মুখে ফেলেন ।
কোন এখতিয়ার বলে বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক এই রিট করছেন। মানিক কি মেয়র নির্বাচনে প্রার্থী হয়েছেন।
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, ‘তাবিথ আউয়ালের প্রার্থীতা বাতিল চেয়ে বিচারপতি মানিক রিট করার কে? তিনি এই নির্বাচনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নন। সুতারাং তার রিট করার এখতিয়ার নেই।’
রিটকারী বিচারপতি মানিকের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল সিদ্দিকী বলেন, বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক লিগ্যাল ফিল্ডে কাজ করেন। তিনি দেশের নাগরিক। সুতারাং কোথাও আইনের লঙ্ঘন হওয়া দেখলে তিনি প্রতিকার চাইতে আদালতে আসতে পারেন।
পরে হাইকোর্ট বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট পর্যবেক্ষণ দিয়ে সরাসরি খারিজ করেন । তবে আদালত পর্যবেক্ষণে বলেছেন, মাত্র ৪ দিন পরেই সিটি নির্বাচনের ভোট গ্রহণ। এ মুহূর্তে আদালতে দাখিল করা নথিপত্র যাচাই-বাছাই করার সুযোগ নেই। নির্বাচনের পরেও প্রতিদ্বন্দ্বী যেকোন প্রার্থী এ বিষয় নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে আসার সুযোগ রয়েছে।
গত ২৬ জানুয়ারি নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন অবসরে যাওয়া আপিল বিভাগের বিচাপরপতি এ এইচ এম শামসুদ্দীন চৌধুরী মানিক। #