দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক বলেছেন, নগরীতে মশক নিধণে প্রয়োজনীয় জনবল নেই। তিনি প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং ডেঙ্গু প্রতিরোধে ডেঙ্গু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কার্যক্রম চালানো হবে বলে জানান।
মঙ্গলবার (২১ জানুয়ারি ) দুপুরে নগর ভবনস্হ সভাকক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হকের সভাপতিত্বে ডেঙ্গু মশক নিয়ন্ত্রণে ডেঙ্গু বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সংস্থা প্রধানদের নিয়ে এক সভায় তিনি এসব কথা বলেন।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি আরো জানান,
সভায় কীটনাশক বিশেষজ্ঞ ড: কবিরুল বাশার, স্হপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মুকসুদ, পরিচালক আইইডিসিআরবি, অধ্যাপক সানিয়া তহমিনা, ডা: আফসানা আলমগীর খান , প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক জি এম সাইফুর রহমান ঢাকা ওয়াসার পরিচালক প্রমুখ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডেঙ্গু প্রতিরোধে গৃহীত, চলমান এবং আগামীতে কি করনীয় সে বিষয়ে প্রেজেন্টেশন দেন।
বক্তারা এবিষয়ে ব্যাপক প্রচার প্রচারনার মাধ্যমে নগরবাসীদের সচেতন করে তোলার পাশাপাশি মধ্যমেয়াদী দীর্ঘ মেয়াদী কার্যক্রম গ্রহণ এবং বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। # কাশেম