সর্বশেষঃ
কিডনী ও অঙ্গ বিক্রিসহ নানা প্রতারণার অভিযোগে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার  ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করেছেনঃ মেয়র তাপস  বিএনপির হাতে শ্রমিকের রক্তের দাগ : ওবায়দুল কাদের মাদারীপুরে মে দিবসে শ্রমিক কল্যাণ সংস্থার নানা কর্মসূচি মে দিবসে তীব্র তাপদাহ, লাগামহীন দ্রব্য মূল্য শ্রমিকরা অতিষ্ঠ শ্যামা কাব্য সিনেমার মহরত অনুষ্ঠানে স্পিকার পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‌্যালি  প্রধানমন্ত্রীর  থাইল্যান্ড সফর নিয়ে প্রেস ব্রিফিং বৃহস্পতিবার রাজধানীর ফুটপাত অবৈধভাবে দখল ও বিক্রি, জড়িতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

ডিএসসিসির মেয়র খোকন নৌকার পক্ষে আছেন: তাপস

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) আওয়ামী লীগের সমথিত নৌকার মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস বলেছেন,কষ্ট পেলেও মেয়র সাঈদ খোকন নৌকার পক্ষেই আছেন। তাপস পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকায় ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ ফজলে নূর।

আচরণবিধির কারণেই মেয়র সাঈদ খোকন নির্বাচনী প্রচারে নামছেন না বলে জানিয়েছেন ডিএসসিসিতে মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, ‘এবার মনোনয়ন না পাওয়ায় তিনি মনে কষ্ট পেয়েছেন, এটা স্বাভাবিক। তিনিও তো দল করেন। তবে কষ্ট পেলেও সাঈদ খোকন আমার পক্ষে আছেন। তিনি আমাকে সমর্থন দিয়েছেন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়নি। নির্বাচনের নামে তারা আন্দোলনের কর্মসূচি বেগবান করতে চাচ্ছে। তাদের নেত্রী খালেদা জিয়াকে রক্ষা করার জন্য আন্দোলন করছে। কিন্তু আমরা উন্নত ঢাকা গড়ার লক্ষ্য নিয়ে নির্বাচন করছি।’

আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে জানিয়ে শেখ ফজলে নূর বলেন, ‘আমাদের কাছে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নত ঢাকা গড়ে তুলতে পাঁচটি লক্ষ্য সামনে রেখে আমরা কর্মসূচি ঘোষণা করেছি।

প্রতিটি জায়গায় নগরবাসীর কাছ থেকে বিপুল সাড়া পেয়েছি। ঢাকার মানুষ পয়লা ফেব্রুয়ারির অপেক্ষায় রয়েছে। পয়লা ফেব্রুয়ারি সারা দিন তারা নৌকার পক্ষে রায় দেবে। নৌকার বিজয় হলে নব সূচনা হবে। আর সেই নব সূচনার মধ্য দিয়ে শুরু হবে নবযাত্রা।’

বিএনপির পক্ষ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করা নিয়ে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা দক্ষিণের এই মেয়রপ্রার্থী সাংবাদিকদের বলেন, ‘ভোট দেওয়ার একটা আধুনিক পদ্ধতি ইভিএম। ঢাকাবাসী এ আধুনিক প্রযুক্তি সাদরে গ্রহণ করেছে। কারও মধ্যে এটা নিয়ে কোনো শঙ্কা দেখছি না।’

সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সানজিদা খানম, পারভীন জামান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

পথসভায় বক্তব্য শেষে সূত্রাপুর ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে হেঁটে হেঁটে প্রচারপত্র বিলি করেন তিনি। পরে বিকেলে ইসলামপুরের মূল সড়কে ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এক পথসভায় যোগ দেন তাপস।

এতে সভাপতিত্ব করেন বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম। এ পথসভায়ও ছোট ছোট মিছিল নিয়ে কয়েক হাজার স্থানীয় ব্যবসায়ী ও নেতা-কর্মী যোগ দেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ৪:৩১ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৭:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12