দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন, পণ্যের মান নিয়ে আপোস করার কোনো সুযোগ নেই। কোনো অবস্থাতেই নিম্মমানের পণ্য বাজারে প্রবেশের সুযোগ দেওয়া সমীচীন হবে না। এক্ষেত্রে বিএসটিআই এর ভূমিকা শতভাগ পরিশুদ্ধ হতে হবে।
বুধবার (৮ জানুয়ারি) বিএসটিআই এর প্রধান কার্যালয়ে বিএসটিআই কর্মকতা-কর্মচারীদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত এসব কথা বলেন।
তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন , প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের সক্ষমতার বিকাশে কোনো বিকল্প নেই। এছাড়া গবেষণা এবং তথ্য প্রযুক্তর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমেও প্রাতিষ্ঠানিক সক্ষমতার বৃদ্ধি ঘটানোর সুযোগ রয়েছে।
তিনি বলেন , ঘুষ-দুর্নীতির মাধ্যমে নিম্মমানের পণ্যকে বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার পথ বন্ধ করতে হবে। এক্ষেত্রে দুদকও সক্রিয় থাকবে। এজাতীয় দুর্নীতির ঘটনায় কাউকেই ছাড় দেওয়া সঠিক হবে না। কারণ পণ্যের মান সঠিকভাবে বজায় রাখা না গেলে, জনস্বাস্থ্যের উন্নয়ন সাধন করা সম্ভব নয়।
দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, বিএসটিআই পণ্যের মান নিশ্চিতকরণে যেসব অভিযান পরিচালনা করে- এগুলোকে কার্যকর করতে হলে বিএসটিআই নিজস্ব গোয়েন্দা তথ্য ব্যবহার করতে হবে ।
তিনি বলেন, এছাড়া বিএসটিআই একটি টোল ফ্রি হটলাইন চালু করতে পারে। যাতে সাধারণ মানুষ পণ্যের মান নিয়ে অভিযোগ জানাতে পারেন।
তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের উচিত প্রাতিষ্ঠানিকভাবেই দুর্নীতি ও অনৈতিকতার বিরুদ্ধে শুদ্ধাচার বিকাশে জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে কার্যক্রম পরিচালনা করা।
তিনি বিএসটিআই-কে জাতীয় শুদ্ধাচার কৌশলের আলোকে অনৈতিকতার বিরুদ্ধে কর্মকৌশল পরিচালনা করার আহ্বান জানান। বিএসটিআই-এর মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসাইন এই কর্মশালার সভাপতিত্ব করেন।#