দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুর্নীতি, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও ৮২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি র্কপোরেশনের অঞ্চল-৪ এর রেভিনিউি সুপারভাইজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ফাহিমুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
আসামি ওই অর্থ সিটি র্কপোরেশনের তহবিলে জমা না করে ভুয়া রশিদ সৃজন করে জমা দেখিয়েছেন। তিনি
সিটি কর্পোরেশনের ৮২ লাখ ৩৩ হাজার ৩৬১ টাকা আত্মসাৎ করেন।
সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, আসামি ফাহিমুজ্জামান গত ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব অঞ্চল-৪, এর ৩১ নং ওর্য়াডে রেভিনিউি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ওই সময়ে একজন পাবলিক র্সাভেন্ট হয়ে অসৎ উদ্দেশে র্আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়ার মাধ্যমে সরকারি হোল্ডিং ট্যাক্সের টাকা আদায় করে নিজে আত্মসাৎ করেন।
আসামি ওই অর্থ সিটি র্কপোরেশনের তহবিলে জমা না করে ভুয়া রশিদ সৃজন করে জমা দেখিয়েছেন। তিনি কর্পোরেশনের রাজস্ব অঞ্চল-০৪ এর ৮২ লাখ ৩৩ হাজার ৩৬১ টাকা আত্মসাৎ করেন।
তার দন্ড-বিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলাটি দায়ের করা হয়। দুদকের উপসহকারী পরিচালক আফনান জান্নাত বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-০১ । #