দূরবীণ নিউজ ডেস্ক:
ইরানের আহভাজ শহরে মানুষের ঢল নেমেছে। কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমনির মৃতদেহ ইরানে পৌঁছানোর আগে থেকেই গ্রাম, শহর সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে। ইরানে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ খবর দিয়েছে ইরানের অনলাইন তেহরান টাইমস।
রোববার (৫ জানুয়ারি) ভোরে ইরাক থেকে কাসেম সোলাইমনির মৃতদেহ ইরানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মানুষের বাধভাঙা ঢল নামে রাজপথে। শোকার্ত এসব মানুষ কালো পোশাক পরা। হাতে ধরেছেন সবুজ, সাদা আর লাল রঙের পতাকা। শহীদের রক্তের রঙকে বুঝানোর জন্য এমন রং ব্যবহার করা হয়েছে।
বাকিদের হাতে নিহত সোলাইমারির পোট্রেট ছবি। মানুষে মানুষে এতটা গাদাগাদি যে তাদের তিল ধারণের ঠাঁই হচ্ছিল না।
এতে বলা হয়, আজ রোববার সোলাইমানের মৃতদেহ ইরানে গিয়ে পৌঁছে। সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় আহভাজে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমান হামলায় সোলাইমানি, ইরাকের রাজধানী বাগদাদে ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের উপ কমান্ডার আবু মাহদি আল মুহানদিস সহ বেশ কয়েকজন নিহত হন। তাদের মৃত্যুতে শনিবার ইরাকে একই রকম বিশাল শ্রদ্ধা করা হয়। #