দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নির্বাচনে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইলেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, তিনি কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। দল তাকে পুনরায় সুযোগ দিলে, তিনি ঢাকা উত্তরের জন্য নতুন উদ্দীপনা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তবে তিনি বলেন, আওয়ামী লীগ সভা নেত্রী ও প্রধানমন্ত্রী ডিএনসিসি মেয়রের প্রতি অনেক সদয় আছেন। পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবার বিষয়ে অনেকটাআশা বাদী তিনি ।
শুক্রবার বিকেলে ধানমণ্ডির সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে দলটি।
মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে ঢাকা দক্ষিণে মেয়র পদে ৯জন ও কাউন্সিলর পদে ৪৭৪ জন মনোনয়ন ফরম তুলেছেন। আর উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে ৭জন ও কাউন্সিলর পদে ৩৩৬জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান মেয়র সাঈদ খোকন, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা- ১০ আসনের এমপি শেখ ফজলে নূর তাপস, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।
একইভাবে ঢাকা উত্তরের মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আতিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ উসমানি, হেলেন জাহাঙ্হীর। শুক্রবার বিকেলে মেয়র আতিকুল তার মনোনয়ন ফরম জমা দিয়েছেন কর্মী-সমর্থকদের নিয়ে। #