দূরবীন নিউজ ডেস্ক :
ফরিদপুরে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে খেজুরের রসের সঙ্গে আটা, চিনি ও রং দিয়ে খেজুরের গুড় তৈরির অপরাধে ৪ জনকে আটক এবং জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত একই সাথে বেজাল খেজুঁরের গুড় তৈরির উপকরণ ১১ কেজি আটা, চিনি এবং রং গুড় জব্ধ করেছে।
শনিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির দায়ে ৪ ব্যক্তিকে আটক করে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. তৈয়ব (৪৮), মিজানুর রহমান (৩২), সবুর মোল্লা (২৫) ও মো. আহাদ। এদের সবার বাড়ি উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরর্দী গ্রামে।
আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন।
নির্বাহী হাকিম শাকিলা বিনতে মতিন জানান, ওই চার গুড় ব্যবসায়ী নিজেদের বাড়িতে খেজুরের রসের সঙ্গে চিনি, আটা ও রং মিশিয়ে খেজুরের গুড় তৈরি করছিল।
খবর পেয়ে পুলিশের মাধ্যমে তাঁদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা আদায় করা হয়। #