দূরবীণ নিউজ ডেস্ক :
সৌদি শাসকদের চাপের কারণে কুয়ালালামপুর সামিটে অংশ নিতে পারেন নি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান । তিনি মালয়েশিয়ার সাংবাদিকদের এ কথা বলেছেন।
গত ১৯ ডিসেম্বর কুয়ালালামপুর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এরদোগান বলেন, কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইসলামি সম্মেলনে ইমরান খানকে যেতে নিষেধ করেছিল সৌদি শাসকরা। সৌদি আরব এই বলে হুমকি দিয়েছিল যে, কুয়ালালামপুর সম্মেলনে অংশ নিলে তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক থেকে তাদের সব অর্থ সরিয়ে নেবে এবং ৪০ লাখ সৌদি প্রবাসীকে তাড়িয়ে দেবে।
তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, পাকিস্তান অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। এ কারণে ইমরান খান সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন এবং পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেইশিকে কুয়ালালামপুরে পাঠান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তোষ প্রকাশের পর ইমরান খান রিয়াদ সফরে যান। সৌদি থেকে ফিরেই তিনি কুয়ালালামপুর সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত জানান। ।#