দূরবীন নিউজ প্রতিবেদক :
যুবলীগ থেকে বহিস্কৃত ক্যাসিনো কান্ডে জড়িত জি কে শামীমসহ অন্যান্য ঠিকাদারী কাজে অনিয়মের অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের ৪ নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দুদক পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে একটি টিম গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শওকত উল্লাহ, মো. ফজলুল হক, আব্দুল কাদের চৌধুরী ও মো. আফসার উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই অভিযোগে গত ১৮ ডিসেম্বরর গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ আরো ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীকে গ্রেপ্তার হয়। এর ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ১৮টি মামলা দায়ের করে দুদক। #