দূরবীন নিউজ প্রতিবেদক :
আগামীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ কে হবেন ? এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ঘোষণা দেবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়া আর কেউ এ বিষয়টি জানেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
দ্বিতীয় মেয়াদে আপনিই থাকছেন, না অন্য কাউকে দলের সাধারণ সম্পাদক করা হবে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘কাউন্সিলরদের মাইন্ড সেট আমাদের নেত্রী ভালো করেই জানেন। আমাদের কাউন্সিলররাও তাকিয়ে থাকবে আমাদের নেত্রী কাকে চান কীভাবে চান। কীভাবে নেতৃত্ব থাকবে। নতুন নেতৃত্বকে কোন মডেলে সাজাবেন তার টিম।’
“এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। ২১ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। সেটা আল্লাহ পাক জানেন জানে, আর নেত্রী জানে। আমি কিছু জানি না “
শুক্রবার বিকালে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সম্মেলনের জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন।’
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে নতুন নেতৃত্ব গঠিত হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রীর ভিশন বাস্তবায়নে উপযোগী শক্তি হিসেবে আমরা আওয়ামী লীগের নতুন পুরাতন মিলিয়ে ঐতিহ্য এবং প্রযুক্তি মিলিয়ে একটা ব্যালেন্স করে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবো।’
“আমাদের নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতিগুলো পালন করবো। সেই চ্যালেঞ্জ বাস্তবায়নে সাংগঠনিকভাবে কাজ করে যাবো। শুধু সরকার শক্তিশালী কখনো হবে না, যদি দল শক্তিশালী না হয়। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করে আধুনিক মর্ডান স্মার্ট একটি পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমরা জনগণের সামনে উপহার দেব।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সামনে চ্যালেঞ্জও রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মহান বিজয়ের মাসে জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে। সেই বিজয় সংহত করার পথে কিছু কিছু বাধা আছে, অন্তরায় আছে, চ্যালেঞ্জ আছে।’#