দূরবীন নিউজ প্রতিবেদক :
অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজধানীর আশকোনা-হজ্জ ক্যাম্প এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সোমবার( ৯ ডিসেম্বর) অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ফুটপাত ও সড়কে স্থাপিত প্রায় ২০০টি অবৈধ দোকান, টং, সিঁড়ি, শেড, গেইট, বিলবোর্ড ইত্যাদি উচ্ছেদ করা হয়।
ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান তিনি। #