দূরবীন নিউজ প্রতিবেদক :
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান শুক্রবার (৬ ডিসেম্বর) শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ উল্লেখ করেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খানের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
শোকবাণীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ফালগুনী হামিদ, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপদেষ্টাম-লির সদস্য সেক্টর কমান্ডার ফোরামের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ টেলিভিশন ও এফডিসির সাবেক মহাপরিচালক ম. হামিদ, শামসুদ্দিন হায়দার ডালিম, ড. এনামুল হক, সভাপতিম-লির সদস্য আব্দুল মতিন ভূইয়া, রূপগঞ্জ তারাবোর সাবেক মেয়র মোঃ মাহবুবুর রহমান খান, মোঃ আসরারুল হাসান আসু, তুলিকা চৌধুরী, তনিমা হামিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মোঃ আকবর বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান মতি, হানিফ খান, ইসমত আরা চৌধুরী শান্তি প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেশবরেণ্য চিত্রগ্রাহক মরহুম মাহফুজুর রহমান খান-এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি #