দূরবীন নিউজ ডেস্ক :
বিচারিক আদালত দীর্ঘ শুনানি গ্রহণ শেষে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাংসদ নিহত মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় ৭ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।
আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন একই আসনের সাবেক জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল কাদের খান, কাদের খানের একান্ত সচিব (পিএস) শামসুজ্জোহা, গাড়িচালক আবদুল হান্নান, গৃহকর্মী শাহীন মিয়া, মেহেদী হাসান, আনোয়ারুল ইসলাম রানা ও চন্দন কুমার সরকার।
৭ আসামির মধ্যে ছয়জন আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত চন্দন সরকার বর্তমানে পলাতক।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচিত হন জাপার নেতা কাদের খান।
আর মনজুরুল ইসলাম লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। #