দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীর শাহজাহানপুর রেলওয়ের কোয়ার্টার বহিরাগতদের ভাড়া দেয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ থেকেদুদকের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
দুদক টিম সরেজমিন অভিযানকালে টিম শাহজাহানপুর রেলওয়ে কলোনি পরিদর্শনপূর্বক প্রায় প্রতিটি ভবনের ইউনিটে বহিরাগতদের বসবাসের অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
সোমবার (২৬ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি আরো জানান,
দুদক টিম কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ও রেলওয়ে অফিসার্স কোয়ার্টার ঘেঁষে শাহজাহানপুর রেলওয়ে কলোনি এবং চট্টগ্রাম রেলওয়ে এলাকার প্রায় সব কর্মকর্তা-কর্মচারীই বাসা বরাদ্দ নিয়ে বহিরাগতদের ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করছেন।
শুধু বাসা ভাড়াই দেয়া হয়নি, অনেক কোয়ার্টারের আঙিনা ও আশপাশের খালি জায়গায় নির্মাণ করা হয়েছে কাঁচা-পাকা অনেক ঘর, দোকানপাট। অবৈধভাবে ভাড়া দেয়া এসব বাসায় পানি ও বিদ্যুতের সংযোগও অবৈধভাবে দেয়া হয়েছে মর্মে প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম। টিম প্রাপ্ত তথ্যাবলির উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করবে।
দুদক জনসংযোগ কর্মকর্তা জানান, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বনশ্রী শাখার শিক্ষার্থীদের নিকট থেকে বিশেষ ক্লাসের নামের বাধ্যতামূলকভাবে অর্থ আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান সরকার ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত টিম আজ এ অভিযান পরিচালনা করে।
সরেজমিন অভিযানে টিম অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং যাচাই-বাছাইয়ের জন্য তথ্যাবলী সংগ্রহ করে। তথ্যাবলী বিশ্লেষণপূর্বক পরবর্তী সিদ্ধান্ত চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে টিম।
এছাড়াও সিলেটের জৈন্তাপুর উপজেলায় এবং সাতক্ষীরার তালা উপজেলার অবৈধভাবে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করানোর অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, খুলনা ও সমন্বিত জেলা কার্যালয়, সিলেট হতে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়েছে। #