দূরবীন নিউজ প্রতিবেদক :
সিভিল সার্জন , ডাক্তার এবং ৩ ঠিকাদারসহ ৭ জনের বিরুদ্ধে যন্ত্রপাতি ক্রয়ে ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। ২০১৪ সালে ২৯/ মে থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত। চট্টগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধায়ক, ডাক্তার এবং ৩ জন ঠিকাদার অর্থ আত্মসাৎ করেন।
দুদক সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মামলার বাদী হয়ে ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং-৪৬ ।
সোমবার (২৬ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এই নিশ্চিত করেছেন।
মামলার আসামির নাম ও ঠিকানা: (১) ডা: সরফরাজ খান চৌধুরী , প্রাক্তন সিভিল সার্জন, চট্টগ্রাম ও প্রাক্তন তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, (বর্তমানে অবসরপ্রাপ্ত)। (২) ডা: মোঃ আব্দুর রব, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সভাপতি, বাজার দর কমিটি । (৩) ডা: মোঃ মইন উদ্দিন মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (অর্থো- সার্জারী), ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সদস্য, বাজার দর কমিটি । (৪) ডা: বিজন কুমার নাথ, সিনিয়র কনসালটেন্ট (সার্জারী), ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সদস্য সচিব, বাজার দর কমিটি । (৫) মোঃ জাহের উদ্দিন সরকার, প্রোপাইটর-বেঙ্গল সাইন্টেফিক এন্ড সার্জিকেল কোং, ২৫/১ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা ।
(৬) মুন্সী ফারুক হোসেন, প্রোপাইটর-মেসার্স আহম্মদ এন্টারপ্রাইজ, হাউস নং-৪৪/এ, ব্লক-ডি, রোড নং-৩, মিরপুর-১২, ঢাকা । (৭) আফতাব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এ এস এল, হাউস নং-৯৬/২, রোড নং-৬/এ , পুরাতন ডিওএইচএস, বনানী, ঢাকা।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ: আসামিগণ পরস্পর যোগাসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাস ভংঙ্গ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মেসার্স ওয়ার্সি সার্জিক্যাল, জেনেটিক ট্রেডিং ও রিলায়েন্স সলিউশন লিমিটেড এর ভুয়া প্যাডে ভুয়া স্বাক্ষর সম্বলিত অধিকমূল্যে জাল বাজারদর সৃজনপূর্বক উহাকে ব্যবহার করে এবং ২০১৪-১৫ অর্থ বছরে বাজেট বরাদ্দ ও বার্ষিক ক্রয় পরিকল্পনা ছাড়াই (১) সিভিল সার্জন, চট্টগ্রাম কার্যালয়ের কার্যাদেশ নং সিএসসি/হিসাব/২০১৪-২০১৫/১০৭৪৪ তারিখ: ৩০/৪/২০১৫ খ্রি: মূলে বাজার দরের অধিক মূল্যে এমএসআর(ভারি যন্ত্রপাতি) সরবরাহ/ক্রয়পূর্বক ১,৬৮,৯৫,৪২৫/- টাকা (২) সিভিল সার্জন, চট্টগ্রাম কার্যালয়ের কার্যাদেশ নং সিএসসি/হিসাব/২০১৪-২০১৫/৬৯১৫ তারিখ: ১৯/৩/২০১৪ খ্রি: মূলে বাজার দরের অধিক মূল্যে এমএসআর (ভারি যন্ত্রপাতি) সরবরাহ/ক্রয়পূর্বক ১,৩০,৪০,০০০/- টাকা ও (৩) সিভিল সার্জন, চট্টগ্রাম কার্যালয়ের কার্যাদেশ নং সিএসসি/হিসাব/২০১৪-২০১৫/৩০২৭৭ তারিখ: ১২/১০/২০১৪ খ্রি: মূলে বাজার দরের অধিক মূল্যে এমএসআর (ভারি যন্ত্রপাতি গজও) সরবরাহ/ক্রয়পূর্বক ৬,১৫,৯৫,০০০/-টাকা, সর্ব মোট (১,৬৮,৯৫,৪২৫ +১,৩০,৪০,০০০ +৬,১৫,৯৫,০০০) = ৯,১৫,৩০,৪২৫/- (নয় কোটি পনের লক্ষ ত্রিশ হাজার চারশহ পঁচিশ) টাকা আত্মসাত করেন। #