দূরবীণ নিউজ প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেওয়ার কারণ জানতে চাওয়া হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে।
গভর্নরের কাছে প্রশ্ন ছিল, কেন ভেঙে দেওয়া হলো ব্যাংকটির পরিচালনা পর্ষদ। জবাবে গভর্নর বলেন, ‘কারণ তো একটা-দুইটা না। অনেক কারণ। তবে আমরা বিবেচনা করেছি আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থ।’
পর্ষদে নতুন যাঁদের নিয়োগ দেওয়া হলো, তাঁরা কেমন এমন প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘আমরা অনেক কিছু যাচাই করে তাঁদের নিয়োগ দিয়েছি। তাঁদের মধ্যে একজন আছেন প্রিমিয়ার ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার। অর্থাৎ প্রতিষ্ঠাকাল থেকেই এ ব্যাংকে আছেন তিনি। মধ্যপ্রাচ্যে চিকিৎসক ছিলেন অনেক বছর।’
প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা শেয়ারহোল্ডারকে কেমন মনে হয়েছে আপনার এ প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ‘সাক্ষাৎকার নিয়েছি। আমার কাছে তো ভালোই মনে হয়েছে তাঁকে। আশা করছি, তাঁর নেতৃত্বাধীন পর্ষদ ব্যাংকটির আরও উন্নতি করবে। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির নতুন পর্ষদকেও গভীর পর্যবেক্ষণে রাখা হবে।’
#