দূরবীন নিউজ প্রতিবেদক:
দুদক চট্টগ্রামের একটি এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম শহরের চিটাগাং শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার(এল এ শাখা) বেশকিছু নথি উদ্ধার করেছে দুদক।
একই সাথে জেলা প্রশাসক অফিসের এলএ শাখার চেইনম্যান মোঃ নজরুল ইসলামকে (প্রেষণে হাটহাজারী উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংযুক্ত) গ্রেফতার করা হয়।
তার ব্যবহৃত ড্রয়ার তল্লাশি করে নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করা হয় । এসময় তার কাছ থেকে ৯১ লাখ ৮৩ হাজার টাকার অগ্রীম ঘুষের চেক উদ্ধার করে দুদক টিম। এ বিষয়ে দুদক সজেকা চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাস বাদী হয়ে একটি মামলা দায়ের করবেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি আরো জানা, এদিকে সাব-রেজিষ্ট্রি অফিস, সদর, কুষ্টিয়া কার্যালয়ের সাব-রেজিষ্ট্রার ও অন্যান্য কর্মচারীদের বিরুদ্ধে গ্রাহকদের নিকট হতে অতিরিক্ত অর্থ গ্রহণসহ গ্রাহক হয়রানির অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ রফিক উদ্দিন খান এর নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে সাব-রেজিষ্ট্রার এর অফিস কক্ষে অবস্থানরত ঐ অফিসের অফিস সহকারী মোঃ রফিকুল ইসলাম যখন সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে অবৈধভাবে অর্জিত ১ লাখ ৪ হাজার ৪০০ টাকা হস্তান্তর করার সময় দুদক এনফোর্সমেন্ট টিম তাদেরকে হাতেনাতে আটক করে।
তাঁরা উক্ত টাকার উৎস স¤পর্কে দুদক টিমের নিকট কোন সদুত্তর দিতে পারেননি। তাৎক্ষনিকভাবে উক্ত অবৈধ উপায়ে অর্জিত অপরাধলদ্ধ অর্থ ১ লাখ ৪ হাজার ৪০০ টাকার ইনভেন্টরি তালিকা প্রস্তুত করে এনফোর্সমেন্ট টিম।
দুদক টিম কুষ্টিয়া সদর সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ এবং সদর সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী মোঃ রফিকুল ইসলামকে গ্রেফতার করে দন্ডবিধির ১৬১/১৬৫ (ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা দায়ের করে।
দুদক কর্মকর্তা জানা, ঢাকা ওয়াসার যাত্রাবাড়ী অফিসে বিল কমিয়ে দেওয়ার প্রতিশ্রুত দিয়ে বেআইনিভাবে অর্থ আদায়ের অভিযোগে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল যুব উন্নয়ন কর্তৃপক্ষের বিরুদ্ধে ঋণ প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবং জামালপুর জেনারেল হাসপাতালে নিয়মবহির্ভূতভাবে স্টাফ কোয়ার্টার চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়ার অভিযোগে যথাক্রমে প্রধান কার্যালয়, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা ও সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর হতে ৩টি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। #