জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাজারে ৭০০ এতিম, অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।সোমবার (১৭ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাংস বিতরণ করা হয়। দুপুরে সরেজমিনে দেখা যায়, সুপ্রিম কোর্ট সংলগ্ন মাজার মসজিদে এতিম, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে মাংস বিতরণ করা ।
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. খসরুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রায় ৭০০ মানুষের মধ্যে কমপক্ষে আধা কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। বিভিন্ন দাতা ব্যক্তিদের কোরবানির মাংস একত্রিত করে এ কাজ করেছে সুপ্রিম কোর্ট মাজার কমিটি।
বিচারপতি মো. খসরুজ্জামান বলেন, আমরা গত কয়েক বছর ধরে এভাবে বিতরণ করে আসছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। রাতে গরিব, অসহায় ও পথশিশুদের খাসির মাংস ও ভাত খাওয়ানো হবে। মঙ্গলবারও কোরবানির মাংস বিতরণ করা হবে।
তিনি বলেন, মাজার মসজিদে নিয়মিত শত শত মানুষের জন্য রান্না করা হয়। রমজানে ইফতার-সেহরি এবং চলতি বছরের শুরুতে পহেলা বৈশাখেও তাদের খাওয়ানো হয়েছে।