সর্বশেষঃ
এ সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব আখতার আহমেদ মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে  ঝিনাইদহ জেলা আওয়ামী নেতা সাবেক এমপি অপু গ্রেপ্তার আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সিলেটের নতুন জেলা প্রশাসক `নির্বাচন নিয়ে শঙ্কাকারীরা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়’  পাবনায় হাজার হাজার বিঘা ফসলি জমি বন্যার পানিতে নষ্ট হয়েছে ময়মনসিংহের মোতালেব ৩০ লাখ টাকার চেয়ার দিচ্ছেন তারেককে ৯৮ বাংলাদেশিকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা দিয়েছে এখনো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুর সংস্কার,ফ্যাসিস্টদের বিচার ও পিআরে নির্বাচনের পক্ষে জনগণ : গোলাম পরওয়ার
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

রাজধানীতে গরুর হাটে মাঝারি গরুর বেচাকেনা বেশি

রাজধানীর গাবতলী হাটে মাঝারি গরুর বেচাকেনা বেশি । কোরবানি ঈদের বাকি মাত্র একদিন। শেষ মুহূর্তে হাটে ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছোট আকারের, বিশেষ করে ৮০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা দামের গরু বেচাকেনা শুরু হয়েছে। তবে বড় গরুর ক্রেতা হাটে নেই বলা চলে।

শনিবার (১৫ জুন) গাবতলী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। প্রধান হাসিল ঘরের পাশেই সারি সারি কয়েকটি স্থানে বড় গরু রাখা হয়েছে। তবে বড় গরুর আশপাশে নেই ক্রেতা সমাগম।

মুন্সিগঞ্জ সদর থেকে চারটি বড় গরু হাটে তুলেছেন লিটন গাজী। চারটি গরুরই দাম চাওয়া হচ্ছে ৫ থকে ৬ লাখ টাকা করে। এসব গরু থেকে ১৬-১৮ মণ মাংস মিলবে।

খামারি লিটন গাজী বলেন, চারটা গরুর জন্য ১৫ হাজার টাকা ভাড়া দিয়েছি। এছাড়া ১৪ হাজার টাকা ইজারা দিয়েছি। সব মিলিয়ে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কেউ দামই বলে না। আবারও মনে হয় ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে গরু বাড়ি নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, খাবারের যে দাম, তিন বছরে যা খরচ করেছি, কাস্টমার অর্ধেক দামও বলে না।

লিটন গাজীর স্থান থেকে ৫ মিনিট হেঁটেই দেখা গেলো মন খারাপ করে বসে আছেন শাখাওয়াত হোসেন। গাজীপুর থেকে ২৫টি গরু নিয়ে এসেছেন। প্রতিটি গরুর দাম হাঁকা হচ্ছে ৬ থেকে ৮ লাখ টাকা। শাখাওয়াত বলেন, তিনদিন হয়ে গেলো, কেউ দাম বলে না।

বসুন্ধরা এলাকা থেকে এসেছেন শাহিন মিয়া। তিনি বলেন, ১ লাখ ২০ থেকে ২৫ হাজার টাকা দাম দিয়ে দুটো দেশি গরু কিনতে চাই। দেশি, মাঝারি গরু আমার সব সময় পছন্দের।

চাঁপাইনবাবগঞ্জের শরিফ ব্যাপারী, হাটে ৫৫টি মাঝারি গরু তুলেছেন। গরুপ্রতি ৪-৫ হাজার টাকা লাভে ৩০টি গরু বেচাকেনা হয়েছে বলে জানান তিনি। বেলা যত গড়াচ্ছে, হাটে ক্রেতা সমাগমও তত বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12