ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকা অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে। আবার অনেক এলাকায় ঝড়ে গাছ উপড়ে পড়েছে। গতকাল রোববার (২৬ মে) দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরবাসীর দুভোগ বেড়েছে অনেক।
আজ সোমবার (২৭ মে) দিনভর থেমে থেমে ঝড় বৃষ্টি হচ্ছে। কখনো বৃষ্টি বাড়ছে, আবার কখনো বৃষ্টি কমছে। সঙ্গে রয়েছে হঠাৎ ঝোড়ো বাতাস। বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে পানি জমে গেছে। ফলে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসীকে।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর অনেক এলাকায় সড়ক বিভাজকের বড় বড় গাছ উপড়ে পড়েছে। সকাল ১০টায়, জসীমউদ্দীন সড়ক, উত্তরা সড়ক বিভাজকের একটি গাছ উপড়ে পড়েছে প্রাইভেট কারের ওপর । সড়কে আড়াআড়িভাবে গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি। ফলে দোকান খুলতে পারেননি দোকানিরা। সকাল সাড়ে ১০টায়, নিউমার্কেট এলাকায়। ভারী বৃষ্টিতে সড়কে জমেছে পানি।
শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায়, সোমবার (২৭ মে) বৃষ্টিতে ছাতা মাথায় শিক্ষার্থীরা। বৃষ্টিতে অনেক অফিসগামী লোকজন বিপদে পড়েছেন, এরমধ্যে কোন ঘোষণা ছাড়াই হটাৎ মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। আবার সড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি।
সড়কে জমা পানি পেরিয়ে চলছে রিকশা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অনেক সড়ক। দুপুর ১২টায়, আলাউদ্দিন সড়ক, বংশাল। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক।
টানা বৃষ্টিতে বাজারের ভেতরের ব্যস্ত সড়কে জমে গেছে হাঁটুপানি। বেলা পৌনে ২টায়, কারওয়ান বাজার এলাকা টানা বৃষ্টিতে বাজারসহ নগরীর গলি পথের ভেতরের ব্যস্ত সড়কে জমে গেছে হাঁটুপানি। একই ধরনের খবর পাওয়া গেছে নগরীর অন্যান্য এলাকাতেও।