সর্বশেষঃ
র‌্যাক স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবলে ৪-০ গোলে বিজয়ী বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন ‘শেখ বশিরের’ বিরুদ্ধে হত্যা মামলা: বাদী নিশ্চিত নয়, উপদেষ্টা সেখ বশির আসামি বিমানবন্দরে অতিথির সম্মান পাবেন প্রবাসীরা: ড. মুহাম্মদ ইউনূস গুলশানে রাস্তা ও ফুটপাতের ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে ৫ জন আটক বন্যায় ক্ষতবিক্ষত রায়পুর-লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক , জনভোগান্তি ১২০ টাকায় পুলিশের টিআরসি নিয়োগ: পুলিশ সুপার ফরিদপুর পদ্মাসেতু থেকে শরীয়তপুর  সড়কের কাজ দ্রুত সম্পন্নের দাবীতে মানববন্ধন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১,৩১,৩৭৬ জন জিপিএ-৫ পেয়েছে ‘সরকারি প্রকল্পে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে’
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন

মে দিবসে তীব্র তাপদাহ, লাগামহীন দ্রব্য মূল্য শ্রমিকরা অতিষ্ঠ

ঈদুল ফিতরের পর থেকে রাজধানীসহ সারাদেশেই কর্মব্যস্ততা শুরু হয়। একই সঙ্গে সারাদেশেই বইছে তীব্র তাপপ্রবাহ। সকাল থেকেই চোখ রাঙাচ্ছে সূর্য। দিনের মতো তাপমাত্রা থাকছে রাতেও। গরমে অসহনীয় দুর্ভোগে পড়েছেন শ্রমিকরা। প্রচণ্ড তাপে অসুস্থ হয়ে পড়ছেন তারা। কাজে যেতে পারছেন না অনেকেই। প্রযুক্তির ব্যবহার বাড়ায় চাহিদাও কমেছে তাদের। তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। শ্রমিকদের অভিযোগ, এমন অবস্থায় ‘অর্ধাহার-অনাহারে’ দিন কাটছে তাদের।

তীব্র তাপদাহে অতিষ্ঠ কর্মহীন শ্রমিকরা গণমাধ্যমকে জানান, উন্নত যন্ত্র ব্যবহারের ফলে নির্মাণ ও টানা শ্রমিকের চাহিদা কমেছে। আবার গরমেও কাজ যেমন কমেছে তেমনি অসুস্থ হয়ে অনেক শ্রমিক যেতে পারছেন না কাজে। তবে কাজ বন্ধ থাকলেও বাজার খরচ প্রতিদিন বাড়ছে। সবমিলিয়ে দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছেন তারা।

বুধবার (০১ মে) মহান মে-দিবস, শ্রম, শ্রমিক, গরম, তাপমাত্রা, তাপপ্রবাহ, বিশেষ প্রতিবেদন, যুদ্ধ, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, রাজধানী, মজুরি, বাংলাদেশকম কাজ-তীব্র গরমে নাজেহাল শ্রমহাটের শ্রমিকরা।

সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে পূরবীর মেট্রো স্টেশনের সামনে ভিড় করেন শ্রমিকরা। তাদের কেউ মাটিকাটা, কেউ টানা, কেউ সাহায্যকারী, কেউ ঠেলা শ্রমিক। শ্রম বিক্রির হাটে এক শ্রেণির মানুষ আসেন বিক্রি হতে, এক শ্রেণির মানুষ আসেন এসব শ্রমিক বা কামলাদের শ্রম কিনতে। কাজ করতে সকাল ৮টার মধ্যে দূর-দূরান্তে চলে যেতে হয় তাদের। সন্ধ্যা ৬টা অবধি চলে কাজ। পণ্যের মতোই ওঠানামা করে শ্রমের মূল্য। অভিজ্ঞ শ্রমিকদের দাম কিছুটা বেশি। আবার বয়স্ক শ্রমিকদের চেয়ে যুবক শ্রমিকদের দাম প্রায় ৫০-১০০ টাকা বেশি।

তীব্র গরমের কারণে চারদিন ধরে কাজে যেতে পারননি টানা শ্রমিক আবুল মিয়া। পল্লবীর আলুবদিতে দুই মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন তিনি। ট্রাক থেকে বালু, ইট, রড ভবনে ওঠানোর কাজ কখনো একা, কখনো কন্ট্রাক্টে (চুক্তিতে) করেন তিনি।

আবুল মিয়া নামে এক শ্রমিক গণমাধ্যমকে বলেন, ‘কয় তলায় মাল উঠবে, কতজন ওঠাবে তার ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ হয়। ধরুন এক ট্রাক ইট নামানো বা ইটগুলো তিন তলায় উঠবে, সেক্ষেত্রে তিনজন তিন হাজার টাকা কন্ট্রাক্ট নেই। এভাবে দিনে কোনোদিন এক হাজার বা এক হাজার ২০০ টাকা মজুরি পাওয়া যায়। কাজ না পেলে ওইদিন ধারদেনা করে চলতে হয়। নইলে একবেলা না খেয়ে থাকতে হয়।’

তিনি বলেন, ‘গরমে কাজ করতে গেলে প্রাণ বেরিয়ে যায়। কিন্তু বসে থাকলে তো ঘরে চাল, ডাল নেওয়া যায় না। অসুস্থ হয়ে চারদিন কাজ করতে পারিনি। ধার-কর্য করে চলা লাগছে, বাসায় দুটি ছোট মেয়ে আছে। বাসায় গেলে জিজ্ঞেস করে আব্বা কী আনছো।’

টানা শ্রমিকের কাজ কমেছে জানিয়ে তিনি বলেন, ‘আগে এক ট্রাক মাল নামাতো সাত-আটজন। এখন সেটা করে দু-তিনজন। এছাড়া ক্রেন ও লিফটের মাধ্যমে মালামাল ওঠানো-নামানোর কাজ হয়। মাসে সাত-আটদিন কোনো কাজ পাওয়া যায় না।’

‘আমরা তো শিক্ষিত না, অন্য কোনো কাজ জানি না। অন্যকিছু করতে পারি না। ১৫ বছর ধরে মাল টানার কাজ করছি। শরীরে শক্তি আছে, করে যাচ্ছি। শরীরে না কুলাইলে বাড়ি চলে যাবো। বাড়ি আমার কিশোরগঞ্জের অষ্টগ্রাম। আগের রাষ্ট্রপতি আমার এলাকার।’ যোগ করেন আবুল মিয়া।

মহান মে-দিবস, শ্রম, শ্রমিক, গরম, তাপমাত্রা, তাপপ্রবাহ, বিশেষ প্রতিবেদন, যুদ্ধ, দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি, রাজধানী, মজুরি, বাংলাদেশকম কাজ-তীব্র গরমে নাজেহাল শ্রমহাটের শ্রমিকরা।

এই শ্রমজীবী বলেন, ‘আগে মালিক কামলারে ঘরে বসায়া ভাত খাওয়াইতো। চা-নাশতা করাইতো। এখন মালিকরা শ্রমিকদের চেনেই না। শ্রমিকরা জানে না তার মালিক কে। এখন ‘পার্টিই’ (মধ্যস্থতাকারী) সব দেখভাল করে। ৫০-১০০ টাকা বেশি চাইলে অকথ্য ভাষায় গালাগাল করে। চা নাশতার টাকা নিজের মজুরি থেকেই দিতে হয়।’

তিনি বলেন, ‘এখন মানুষের পয়সা হইছে। যন্ত্রণা হইছে আরও বেশি। আগে শ্রমিকের সঙ্গে মিল-মহব্বত ছিল মালিকের। এখন এটা আর নেই।’

রাজমিস্ত্রির হেলপার (সহকারী) শফিক ইসলামের গল্পটা আবার অন্য রকমের। ডিগ্রি পাস শফিক ৬-৭ মাস আগে কাজ করতেন গাজীপুরের একটি ফ্যাক্টরিতে। পারিবারিক ঝামেলায় চাকরিটি হারান তিনি। এখন ৬০০-৭০০ টাকা মজুরিতে হেলপারের কাজ করছেন তিনি।

শফিক গণমাধ্যমকে বলেন, ‘ডেভেলপাররা বেশি হেলপার নিতে চায় না। সপ্তাহে দু-একদিন কোনো কাজ পাই না। অন্য কোনো কাজ পাই না, তাই এইটা করছি।’তিনি বলেন, ‘আমি থাকি মিরপুর-১ নম্বর চাইনিজের পেছনে। গত ছয়-সাত মাসে আমি টিসিবির গাড়ি দু-একবার দেখেছি। কিন্তু সেখান থেকে কেনার সুযোগ হয়নি। লাইনে দাঁড়িয়ে নিতে গেলে ওই দিনের কাজ মিস হবে।’

শফিক আরও বলেন, ‘আমি ঢাকায় একা থাকি। জিনিসপত্রের এত বেশি দাম যে মাসে দু-একদিন মাছ, মুরগি জোটে। আলুভর্তা আর ডাল নিত্যসঙ্গী। কোনো মাসে ১৫ হাজার, কোনো মাসে ১৬ হাজার টাকা মজুরি পাই। বাড়িতে ৩-৪ হাজার টাকার বেশি পাঠানো যায় না। ঘরভাড়া, নিজের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে।’

শ্রমিকদের অভিযোগ, ‘জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রোগ-শোক। তবে আয় বাড়েনি। অর্থ-বিত্ত বেড়েছে মানুষের। বিবেকহীন ও মনুষ্যত্বহীন মানুষের সংখ্যাও বেড়েছে।’

মাটিটানা শ্রমিক কল্পনা আখতার গণমাধ্যমকে বলেন, ‘মজুরি দিয়ে মাস চালানো যায় না। ব্যক্তিগত ধার আর সমিতির ঋণে আটকে গেছি। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় বাড়িভাড়া বেড়েছে। অসুখ-বিসুখে ডাক্তারের কাছে যাওয়ার টাকা থাকে না। ফার্মেসি থেকে এনে কিংবা জ্বরের ওষুধ খেয়ে সব রোগ সারাই।’

বেশিরভাগ শ্রমিকই জানিয়েছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাদের ভোগাচ্ছে। নিম্ন আয়ের লোকজনকে একটুখানি স্বস্তি দিতে বাজারে আছে টিসিবি ও খাদ্য মন্ত্রণালয়ের সুলভমূল্যে বিক্রয় কার্যক্রম। তবে শ্রমিকদের দাবি, এসব জায়গা থেকে পণ্য কেনার সুযোগ কম তাদের।’

কোভিড ও ইউরোপের যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশসহ দক্ষিণ এশীয়ার দেশগুলোতেও ব্যাপক মূল্যস্ফীতি দেখা দিয়েছে। তবে বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে পৌঁছালেও বাংলাদেশে এটি কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.


অনুসন্ধান

নামাজের সময়সূচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২ পূর্বাহ্ণ
  • ১১:৪৭ পূর্বাহ্ণ
  • ৩:৩৬ অপরাহ্ণ
  • ৫:১৫ অপরাহ্ণ
  • ৬:৩১ অপরাহ্ণ
  • ৬:১৬ পূর্বাহ্ণ

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12