দূরবীণ নিউজ প্রতিবেদক :
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া টানা পাঁচ বছর কর্মস্থলে অনুপস্থিত অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী মোহাম্মদ ইমরান আহমেদকে বরখাস্ত করা হয়েছে। তিনি ডিএসসিসির স্বাস্থ্য বিভাগে স্প্রেম্যান পদে চাকরি করতেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএসসিসির সচিব দপ্তর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের ২৮ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন ইমরান আহমেদ। ২০১৯ সালের ২ মে তাকে কারণ দর্শানো হয়। তখন তিনি একটি ডাক্তারি সনদসহ কারণ দর্শানোর জবাব দাখিল করেন। কিন্তু তার জবাবের সঙ্গে ডাক্তারি সনদপত্রের কোনো সত্যতা পাওয়া যায়নি।
২০২০ সালের ২১ অক্টোবর ব্যাখ্যা তলব করে তার বর্তমান ও স্থায়ী ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে চিঠি দেওয়া হয়। তখন উভয় ঠিকানা থেকে ফেরত আসে চিঠি।
এরপর চলতি মাসের ১ নভেম্বর ইমরান আহমেদকে ফের কারণ দর্শানোর নোটিশ দেন ডিএসসিসি সচিব হায়দার আলী। নোটিশে বলা হয়, এমন কার্যকলাপ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (গ) অনুসারে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ ও পলায়নের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।
তাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ) ও (গ) অনুসারে অনুপস্থিতির তারিখ থেকে তাকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।
পাশাপাশি কেন তার বিরুদ্ধে প্রস্তাবিত দÐ চূড়ান্তভাবে আরোপ করা হবে না, তার লিখিত জবাব নোটিশটি সংবাদপত্রে প্রকাশের বা নোটিশ প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে নি¤œ স্বাক্ষরকারীর বরাবরে দাখিল করতে বলা হয়েছে। # কাশেম