দূরবীন নিউজ প্রতিবেদক :
উত্তর সিটির পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ডিএসসিসির সচিব স্বাক্ষরিত নোটিশে আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে কাউন্সিলরদের।
রোববার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
তিনি জানান, নোটিশে টানা ৩ বারের অধিক সময় বোর্ড সভায় অনুপস্থিত থাকার ১৯ জন ওয়ার্ড কাউন্সিলর ও দুইজন সংরক্ষিত আসনের কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
যাদের নোটিশ দেয়া হয়েছে তারা হলেন-৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল বাসিত খান, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাশ আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিম।
১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দীন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম সজিব, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার পারভেজ, ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হাসান, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাছিম মিয়া, সংরক্ষিত ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা পারভীন মনি, সংরক্ষিত ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিউলি হোসেনকে নোটিশ দেয়া হয়েছে।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ জন কাউন্সিরকে একই অভিযোগে ৭ কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। #