দূরবীণ নিউজ প্রতিবেদক:
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শুল্ক আদায়কারী কর্মকর্তা রফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে পৌনে দুই কোটি টাকার স্থাবর ও অস্থাবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২০ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচোলক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে আসামীদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় এই মামলা দু’টি দায়ের করেন।
রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগে উল্লেখ করা হয়েছে,তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করেন এবং আরও এক কোটি ১৯ লাখ ৬১ হাজার ৫৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
অপরদিকে দ্বিতীয় মামলায় রফিকুল ইসলামের স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে ৫০ লাখ টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন এবং আরও ৫৮ লাখ ৭৮ হাজার ৯০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের দুই মামলায় রফিকুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে এক কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৪৩৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা হয়েছে।এর আগে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে চলতি বছরের ২৯ মার্চ রফিকুল ইসলামকে তলব করে দুদক। বর্তমানে তিনি পিআরএল বা অবসরোত্তর ছুটিতে আছেন।
আসামীদের বর্তমান ঠিকানা : শাহনাজ গার্ডেন (২য় তলা), নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এর পার্শ্বে, আমলাপাড়া, নারায়ণগঞ্জ সদর। তাদের স্থায়ী ঠিকানা : গ্রাম – চন্ডীদাসদী, ডাকঘর – ভাঙ্গা, উপজেলা – ভাঙ্গা, জেলা – ফরিদপুর। #কাশেম