সর্বশেষঃ
৯৮ বাংলাদেশিকে মালয়েশিয়ায় ঢুকতে বাধা দিয়েছে এখনো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে: নুর সংস্কার,ফ্যাসিস্টদের বিচার ও পিআরে নির্বাচনের পক্ষে জনগণ : গোলাম পরওয়ার রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রায় ৩ বাহিনী প্রধানগন অংশ নেবেন পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতি স্থাপন যুদ্ধাপরাধের শামিলঃ জাতিসংঘ বিদেশে গিয়ে অনেকে আক্ষেপ করেন : তারেক রহমান  সরকার কোন দিকে হাঁটছের: রাশেদা কে চৌধূরী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, চলছে প্রস্তুতি : সিইসি নাসির উদ্দিন জুলাই গণঅভ্যুত্থান দিবস’ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউতে গণআন্দোলনে হামলা,জাহাঙ্গীরনগর বিশ্ববি.ছাত্রলীগের ৬৪ জন আজীবন বহিষ্কার
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

মশা মারতে বিটিআই কীটনাশক  ব্যবহার  মেয়র আতিকুল ইসলামের

দূরবীণ নিউজ প্রতিবেদক:
রাজধানীতে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে প্রথম বারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ করলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (৭ আগস্ট) ডিএনসিসির অ ল ৩-এর গুলশান-২ এলাকার ৪৭ নং সড়কের নরওয়ে রাষ্ট্রদূতের বাসভবন এলাকায় আনুষ্ঠানিকভাবে মশা নিধনের জন্য এ বিটিআই কীটনাশক প্রয়োগ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ.কে.এম শফিকুর রহমান, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান ও বিটিআই কীটনাশক সাপ্লাইয়ার প্রতিষ্ঠান বেস্ট ক্যামিক্যালের এক্সপোর্ট ম্যানেজার লি চিওং।

ডিএনসিসির মেয়র বলেন, ‘আজ (সোমবার) আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ গত ৪০ বছর ধরে আমরা টেমিপোস্ট (কীটনাশক) ব্যবহার করছি মশক নিধনের জন্য। কিন্তু আমরা দেখেছি অন্যান্য উন্নত বিশ্বে আজ ব্যবহার করছে বিটিআই কীটনাশক। পাশ্ববর্তী দেশ ভারতে এটি ব্যবহার করছে, সিঙ্গাপুরে ব্যবহার করছে, মায়ামি সিটিসহ বিভিন্ন দেশে এই বিটিআই ব্যবহার করছে। দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটা নিয়ে এসেছি।’

মেয়র বলেন, ‘বিটিআই পরিবেশ রক্ষা করে। অর্থাৎ, এটি যখন আমরা ব্যবহার করছি, এখানে মাছের কোনো ক্ষতি হবে না, জলজ প্রাণীর ক্ষতি হবে না। এতে লাভটা কী হচ্ছে? লেকে যে মাছগুলো আছে, এগুলোর কোনো ক্ষতি হবে না। পরিবেশের ভারসাম্য রক্ষা করে ক্ষতিকর লার্ভা ধ্বংস করবে। এর ফলে, আমরা অতীতে ড্রেনে গাপ্পি মাছ ছাড়তাম। কিন্তু, এই মাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখতে পারতাম না। এখন লার্ভাটা মরবে, গাপ্পি মাছগুলা থাকবে। এছাড়া গাপ্পি মাছগুলো আবার লার্ভা খেয়ে ফেলবে। এর ফলে, বায়োলজিকাল ট্রিটমেন্ট করতে সুবিধা হবে।’

তিনি ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে মশক নিধনের পুরো টিমকে আগামী পাঁচ দিন ট্রেনিং দিয়ে ‘বিটিআই কীটনাশক’ প্রয়োগের কৌশল শেখাতে বলেছেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘একবার প্রয়োগ করা হবে এটি পানিতে যখন থাকবে, ১০ দিনের মধ্যে আর স্প্রে করতে হবে না। এতে আমাদের যে জনবল আছে, আমি আরও অনেক বেশি এরিয়া কাভার করতে পারবো। আগে সপ্তাহে দুবার টেমিপস্ট ব্যবহার করতে হবে। যদি বৃষ্টি হয় তাহলে আবার সাত দিন পরপর করতে হবে।’

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে ডিএনসিসির অধীন ওয়ার্ডগুলোতে এই কীটনাশক প্রয়োগ করতে হবে। আজ ৩, ৯, ১০ এই তিনটি অ লের কর্মীরা প্রশিক্ষণ নেবেন। #কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12