দূরবীণ নিউজ প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেনকে সরকারি জোর করে জমি দখল, অবৈধ বাণিজ্য এবং নানা দুর্নীতির অভিযোগে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন অনুসন্ধান কর্মকর্তা ও দুদক উপ পরিচালক সৈয়দ নজরুল ইসলাম। জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যমে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল। তিনি বলেন, ‘নগর প্লাজার কার পার্কিংয়ের ইজারার নামে অর্থ আত্মসাৎ সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে দুদক ডেকেছে। যার জবাব ও কাগজপত্র জমা দিয়েছি। আমি দুর্নীতিবাজ, সেটা প্রমাণ করতে হবে। পত্রিকায় লিখে দিলেই দুর্নীতিবাজ হয়ে গেলাম, সেটা তো নয়।’
সূত্র মতে, ঢাকা দক্ষিণ সিটির ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেনের বিরুদ্ধে দখল বাণিজ্যের অভিযোগ অনেক আগে থেকেই আছে। তার বিরুদ্ধে ডিএসসিসি’র জমি, ব্যক্তি মালিকানাধীন বাড়ি-মার্কেট, ওয়াকফ এস্টেট, এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, পঞ্চায়েত কমিটি গঠন করে বিচার-সালিশের মতো কাজও করছেন আউয়াল। ৫০ আগা সাদেক রোডে অবস্থিত বায়তুল ইজ্জত মসজিদ। এর পাশেই একটি মাদ্রাসার সাইনবোর্ড তুলে আড়ালে সিটি করপোরেশনের মালিকানাধীন ৫ কাঠা জায়গা দখলে নিয়েছেন কাউন্সিলর আউয়াল। এই জায়গার দাম অন্তত ১০ কোটি টাকা। এখানে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
ঢাকা সিটি জরিপের ১৯ নং খতিয়ানের ৩১১৭ দাগের ১৮৭৬ অযুতাংশ বা প্রায় ১২ কাঠা জায়গা সিটি করপোরেশনের নামে রেকর্ডকৃত। এই পুরো জায়গাটি এখন আউয়ালের কব্জায়। অন্তত ২৫ কোটি টাকা দামের এই জায়গার পেছন দিকে নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানাসহ বেশ কয়েকটি ক্ষুদ্র শিল্পকারখানা ভাড়া দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি দখল ও কোটি কোটি টাকার ভাড়া বাণিজ্যের সঙ্গে ডিএসসিসির সম্পত্তি বিভাগের অসৎ কর্মকর্তারা রয়েছে বলেও অভিযোগ। # কাশেম