নিজস্ব প্রতিবেদক:
নিরবে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন একজন পেশাদার ও সিনিয়র সংবাদিক আজহার মাহমুদ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না। সব সময় হাসী-খুঁশি থাকতেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে,অনেক আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব ও শুভাকাঙ্খি রেখে গেছেন।
রোববার (১৪ মে) দুপুর বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আজহার মাহমুদ দীর্ঘদিন যাবৎ লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।
জানা যায়, সাংবাদিক আজহার মাহমুদ সর্বশেষ ক্যাম্পাসলাইভের প্রধান সম্পাদক ছিলেন। এরআগে তিনি ভয়েস অব আমেরিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। পরে একে একে দৈনিক বাংলা বাজার, দৈনিক মানবজমিন পত্রিকা, বৈশাখী টেলিভিশন, বিটিভিতে কাজ করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে আজহার মাহমুদের জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়ি নেত্রকোনার মদনে তার মরদেহ দাফন করার জন্য পরিবারের লোকজন লাশ নিয়ে যান।
এদিকে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক আজহার মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ সংগঠনের স্থায়ী সদস্য আজহার মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদেরগনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহম্মদ শহীদুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং ডিইউজের অপর অংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন পৃথক শোকবার্তায় মরহুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জান।
এছাড়াও বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবর্গ পৃথকভাবে শোক প্রকাশ করছেন। রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) সভাপতি আহমদ ফয়েজ, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদব জেমসন মাহবুবসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে মরহুম আজহার মাহমুদের মৃু্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিহেদী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদন জানান।