নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটিতে যাবার আগে বেতন ও বোনাসের দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এতে করে এই রুট দিয়ে গাবতলীর দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।বুধবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা। সাইনেক্স গ্রুপের তিন ফ্যাক্টরির শ্রমিকরা এই বিক্ষোভ করছেন। এরমধ্যে সাইনেক্স, নিপ্পন, ফোর ব্রাদার্সের কয়েক হাজার শ্রমিক সেখানে জড়ো হয়েছেন।
বিষয়টি সমাধানের জন্য ঘটনাস্থলে পুলিশ এলেও শ্রমিকরা সড়ক ছাড়েননি। ফলে শত শত যানবাহন গাবতলী থেকে যাওয়া-আসার পথে আটকে আছে। শ্রমিকদের দাবি, গত মাসের বেতন পেয়েছেন তারা। কিন্তু ঈদের আগে চলতি মাসের কোনো বেতন না দিয়ে মালিক কারখানা ছুটি ঘোষণা করেছে। বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ করেছেন।
আব্দুল মালেক নামের ভুক্তভোগী একজন শ্রমিক গণমাধ্যমকে জানান, চলতি মাসের ২০ দিনের কোনো বেতন দিচ্ছেন না মালিক। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শফিকুল ইসলাম নামের একজন শ্রমিক বলেন, এক বছর ছাড়া বোনাস দেয় না মালিক। বছরে পাওনা ১৮ দিনের ছুটির টাকাও তাদের দেওয়া হয় না। বিয়ের ছুটি পর্যন্ত শ্রমিকরা পান না। তিনদিনের ছুটি নিলে কৌশলে একদিন কেটে দেন কর্তৃপক্ষ। বিয়ের ছুটি এক সপ্তাহও চাইলে কেটে মাত্র একদিন দেওয়া হয়। নারীদের গর্ভকালীন ছুটিও দেওয়া না কর্তৃপক্ষ। #