দূরবীণ নিউজ প্রতিবেদক :
প্রতিবছরের মতো এবারও রোববার (১০ জুলাই) বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় মসজিদ বংশাল বড় জামে মসজিদ পরিচালনা কমিটি ব্যবস্থাপনায় জমঈয়তে আহলে হাদীসদের ঈদুল আযহার প্রধান জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৭ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
উক্ত জামাতে ইমামতি করবেন বংশাল বড় জামে মসজিদের খাতীব ও বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী।
উক্ত সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ হাবীবুল ইসলাম সুমন এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বংশাল বড় জামে মসজিদের ব্যবস্থাপনা কমিটি ও পঞ্চায়েতের পক্ষ থেকে ঈদ জামাত আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বংশাল পঞ্চায়েত ও মাসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মুতাওয়াল্লী আলহাজ্ব মােহাম্মদ আওলাদ হােসেন ।
প্রতি বছর ন্যায় এবারো ঈদ জামাতে আয়োজক কমিটি নারী মুসল্লিদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করেছেন।
বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস ঢাকা সহ বিভিন্ন জেলা মসজিদ ও ঈদগাঁহ ময়দানে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা থাকছে।
তবে বৈরী আবহাওয়া থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাঁহে নামাজ আদায় সম্ভব না হলে ঈদের জামাত ঢাকা সহ বিভিন্ন জেলা মসজিদে একই সময়ে এক বা একাধিক ঈদ জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।