দূরবীণ নিউজ প্রতিবেদক :
দেশের নগর ও বিভিন্ন অঞ্চলে গৃহিত প্রকল্প বাস্তবায়নে পরিবীক্ষনের কারিগরি সক্ষমতা বাড়ানোর এবং আশানুরূপ ফলাফল জন্য তদারকীর প্রয়োজনীয়তা অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বি.আই.পি.)-র বিশেষজ্ঞগণ।
তারা আরো বলেছেন, প্রকল্পগুলো তদারকীর জন্য জনগনের সম্পৃক্ততা এবং স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের আরো সমন্বয় করতে হবে সেই লক্ষে কমিটি গঠন করতে হবে এবং সেখানে প্রকল্পের উপর ভিত্তি করে পেশাজীবীদের সমন্বয় করতে হবে।
শনিবার ( ২১ মে ) সকাল সাড়ে ১০ টায় বি.আই.পি. এর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞগণ এ অভিমত ব্যক্ত করেন।
‘জেলা প্রশাসকদের এডিপি ভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ, মূল্যায়ন এবং প্রথম শ্রেণীর ১৯৪ টি পৌরসভার নজরদারির ক্ষমতা প্রদানঃ ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের উন্নতরাষ্ট্র গঠনের রোডম্যাপ বাস্তবায়নে বিআইপি’র প্রস্তাবনা’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন।
লিখিত বক্তব্য পাঠ করেন বিআইপি-র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। বিআইপি সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রকল্প পরিবীক্ষনের কারিগরি সক্ষমতা বাড়ানোর এবং আশানুরূপ ফলাফল জন্য তদারকীর প্রয়োজনীয়তা অপরিসীম।
বিআইপি সহ-সভাপতি ২ পরিকল্পনাবিদ ড. মোঃ শফিক-উর রহমান বলেন, পরিবীক্ষনের মাধ্যমে কোন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আভিষ্ঠ লক্ষ্যমাত্রা অর্জিত হলো কিনা তার পরিস্কার ধারনা পাওয়া যায়।
জেলা পর্যায়ে গঠিতব্য কমিটিতে সর্বোচ্চ কতজন থাকতে পারে প্রশ্নের জবাবে পরিকল্পনাবিদ ড. মুঃ মোসলেহ উদ্দীন হাসান, কোষাদক্ষ (বিআইপি) বলেন, জেলা পর্যায়ে যে পাঁচ সদস্যদের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি পুনঃবিবেচনায় আনতে হবে এবং বিশেষ বিশেষ প্রকল্পের ক্ষেত্রে বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ অন্তভুক্তির বিষয়ের ব্যবস্থা নিশ্চিত রেখে কমিটি গঠন এবং পরিচালন বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।
সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন, জেলা উন্নয়নে সমন্বয় কমিটির বর্তমান কাজ হল প্রকল্পগুলোর কাঠামো অনুযায়ী, প্রতিটি বাস্তবায়ন সংস্থার তথ্য কমিটির নিকট প্রদান করতে হবে কিন্তু বর্তমানে এটির অনুশীলন করা হয় না।
তিনি আরো বলেন, তদারকীর জন্য জনগনের সম্পৃক্ততা এবং স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের আরো সমন্বয় করতে হবে সেই লক্ষে কমিটি গঠন করতে হবে এবং সেখানে প্রকল্পের উপর ভিত্তি করে পেশাজীবীদের সমন্বয় করতে হবে।
# প্রেস বিজ্ঞপ্তি ।