দূরবীণ নিউজ প্রতিনিধি:
ইসমাইল হোসেন সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে প্রায় সাড়ে ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৯ মে) দুদকের প্রধান কার্যালয় থেকে কমিশনের এক সভায় আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট অনুমোদন দেওয়া হয়। কমিশনের অনুমোদনের ফলে যে কোন দিন আদালতে ফরোয়াডিংসহ চার্জশিট দাখিল করবেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ পরিচালক মো. সালাহ উদ্দিন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।
২০১৯ সালের ১২ নভেম্বর আসামী আরমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরে তদন্তে অবৈধ সম্পদের পরিমান অনেক বেশ বেরিয়ে আসে। যারফরে চার্জশিটে ১২ কোটি ৪২ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন।
অর্জিত অর্থের মধ্যে ১০ লাখ ৬৯ হাজার ৫১৪ সিঙ্গাপুর ডলার বা ৬ কোটি ৫৬ লাখ ২৫ হাজার ৩৭৯ টাকা সিঙ্গাপুরে পাচারের তথ্য পায় দুদক।
ক্যাসিনো সংক্রান্ত মামলায় অভিযুক্ত আসামি মো. এনামুল হক (আরমান) কর্তৃক বিভিন্ন অবৈধ পন্থায় জ্ঞাত আয়ের সহিত অসঙ্গতিপূর্ণ এসব সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২ ও ৩) ধারায় চার্জশীট) দাখিলের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা৷ যার পরিপ্রেক্ষিতে কমিশন আসামীর বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে।