দূরবীন নিউজ প্রতিবেদক :
রাজধানীর আরামবাগ এলাকায় ২৫১টি দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) ঢাকা দক্ষিণের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে ) ভবনের দক্ষিণ ও উত্তর পাশের আরামবাগ কালভার্ট রোড এলাকায় ভ্রাম্যমান আদালত ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, অভিযানের সময় ৮১টি ভাসমান খাবার হোটেল, ১০০টি চা বিক্রির টং দোকান, ২০টি ভাঙ্গারির দোকান. ৫টি সেমি পাকা দোকান, ১০টি ভাসমান কাপড়ের দোকান, ১০টি পানির দোকান, ২৫ টি ভাসমান গাড়ির খাবারের দোকানসহ মোট ২৫১ টি ভাসমান দোকান ও স্হাপনা উচ্ছেদ করেছে।
কর্পোরেশনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে। # একে