দূরবীণ নিউজ প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
শনিবার (৩০এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এক শোক বার্তায় বলেন, “বাংলাদেশের সফল সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারি কর্মকর্তা, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, পরিবেশবিদ হিসেবে দেশের আর্থ সামাজিক উন্নয়নে রেখেছেন গৌরবোজ্জ্বল ভূমিকা। তিনি ছিলেন একজন ভাষা-সংগ্রামী ও মুক্তিযোদ্ধা। সর্বোপরি তিনি একজন প্রকৃত জনপ্রতিনিধি ছিলেন।”
ডিএনসিসি মেয়র বলেন, “তিনি ছিলেন বহুমুখী প্রতিভায় ভাস্বর, বর্ণিল গুণাবলির সৎ, ন্যায়নিষ্ট, কর্মযোগী ও স্পষ্টভাষী বিরল ব্যক্তিত্ব। স্বাধীনতাযুদ্ধে অনন্য ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে সরকার তাঁকে ২০১৬ সালে স্বাধীনতা পদকে ভূষিত করে। তাঁর দেশপ্রেম ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমাদের জন্য সবসময় অনুকরণীয় হয়ে থাকবে।”
এক শোকাবার্তায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। # প্রেস বিজ্ঞপ্তি ।