বিশেষ প্রতিবেদক, দূরবীণ নিউজ:
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ৪নং ওয়ার্ডের অত্যন্ত জনপ্রিয়, বিপুল ভোটে নির্বাচিত কাউন্সিলর, কাফরুল থানা আওয়ামীলীগের সভাপতি ও পরীক্ষিত রাজনৈতিক নেতা হাজী মো. জামাল মোস্তফা।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের অত্যন্ত আস্তভাজন মো. জামাল মোস্তফা। তিনি ডিএনসিসিতে ইতোমধ্যে কর্মকর্তা,কর্মচারী বান্ধব এবং ক্লিন ইমেজের টানা ষষ্ঠবারের পরীক্ষিত ভারপ্রাপ্ত মেয়র হিসেবে বেশ খ্যাতি অর্জন করেছেন।
ফাইল ছবি:
গত ১৮ এপ্রিল (সোমবার) ডিএনসিসির সচিব মো. মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএনসিসির নির্বাচিত ও প্রভাবশালী মেয়র মো. আতিকুল ইসলাম ‘১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল’ পর্যন্ত পবিত্র ওমরাহ পালনকালে সৌদি আরবে অবস্থান করবেন। এ অফিস আদেশের মাধ্যমে আরও জানানো হয়, এ সময় মেয়র মো. আতিকুল ইসলামের অবর্তমানে ডিএনসিসির চলমান (রুটিন) কার্যক্রম পরিচালনার জন্য ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল মোস্তফাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদাণ করা হয়েছে।
ফাইল ছবি:-
ওই আদেশ জারির পর ইতোমধ্যে মো. জামাল মোস্তফা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন । এর আগেও তিনি ডিএনসিসিতে আরও পাঁচবার সফলভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। যারফলে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এবং মেয়র আতিকুল ইসলামের পক্ষ থেকে বারবার মো. জামাল মোস্তফাকেই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এদিকে মো. জামাল মোস্তফা এক প্রতিক্রিয়ায় বলেন, তাকে একটানা ষষ্ঠবার ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়ায় তিনি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞা প্রকাশ করেন। একই সঙ্গে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মেয়র আতিকুল ইসলাম যাতে পবিত্র ওমরা পালন শেষে সুস্থভাবে দেশে ফিরে আসেন, তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থণা জানান।এছাড়া অতীতের মতো এবারও ডিএনসিসির কর্মকর্তা,কর্মচারীদের আন্তরিক সহযোগিতা পাচ্ছেন বলে জানান জামামল মোস্তফা।
অরলাইন নিউজ পোটাল ”দূরবীণ নিউজ টোয়েন্টিফোর ডটকম” পরিবারের পক্ষ থেকে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. জামাল মোস্তফাকে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। #/আবুল কাশেম/