দূরবীণ নিউজ প্রতিনিধি :
রাজউকের সাবেক সিবিআই নেতা মো. ছফির উদ্দিন আকন্দের স্ত্রী নাছিমা আক্তার সীমার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার (২১ এপ্রিল) দুদকের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।
মামলার এজাহার উল্লেখ, সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য গোপনের অপরাধে রাজউকের সাবেক সিবিআই নেতা মো. ছফির উদ্দিন আকন্দের বিরুদ্ধে ২০১৫ সালের ৯ জুলাই মামলা করে দুদক। এরপর তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছিল। পরবর্তীতে ছফির উদ্দিন মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
অপরদিকে ওই সময় তার স্ত্রী নাছিমা আক্তার সীমার নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সম্পদ বিবরণী নোটিশ পাঠানো হয়েছিল। তিনি ২০১৮ সালের ১২ ফেব্রæয়ারি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে দুদক কর্মকর্তারা পেয়েছেন আসামী নাছিমা আক্তারের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তার নিজ নামে ৩০ লাখ ৩১ হাজার ৫০০ টাকার স্থাবর ও ১৭ লাখ ৭০ হাজার টাকার অস্থাবরসহ মোট ৪৮ লাখ ১ হাজার ৫০০ টাকার সম্পদের ঘোষণা রয়েছে।
কিন্তু দুদকের অনুসন্ধানে ১ কোটি ১৪ হাজার ৪৪ হাজার ১৩৬ টাকা সম্পদের তথ্য বেরিয়ে আসে। যা তার ঘোষণা করা সম্পদের তুলনায় ৬৬ লাখ ৪২ হাজার ৬৩৬ টাকা বেশি। অর্থাৎ আসামী তার সম্পদ বিবরণীতে গোপন বা মিথ্যা বিবরণ দিয়েছেন। যা দুদক আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এছাড়া দুদকের মামলার আসামী নাছিমা আক্তার সীমার বিরুদ্ধে ৯৮ লাখ ৪৪ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য প্রমাণ পেয়েছেন দুদকের অনুসন্ধানী কর্মকর্তা। যা দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। #