দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, নাগরিকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার পাশাপাশি “সবার ঢাকা” অ্যাপসের মাধ্যমে ডিএনসিসির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার পর রাজধানীর হাতিরঝিলের এমফিথিয়েটারে আয়োজিত ১৬ দিনব্যাপী “বিজয়ের ৫০ বছর, লাল সবুজের মহোৎসব” এর ১৪তম দিনে মঞ্চ নাটকের পূর্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র একথা বলেন।
তিনি বলেন, “সবার ঢাকা” অ্যাপসটির মাধ্যমে যেকোন নাগরিক তার এলাকার রাস্তা, মশা, সড়ক, বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা ও অবৈধ স্থাপনা প্রভৃতি বিষয়ে মতামত কিংবা সমস্যার কথা সরাসরি তুলে ধরে দ্রুততম সময়ের মধ্যেই সমাধান পান।
মো. আতিকুল ইসলাম শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের পূর্বে পাকিস্তানী হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় বাঙ্গালী জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছিল।
ডিএনসিসি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু শুধু নিজ দেশেরই নেতা ছিলেননা, তিনি ছিলেন বিশ্বের গণমানুষের মহান নেতা।
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলাকালেই ডিএনসিসি ও আঙ্কারা দুই সিটি মেয়রের ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের রাজধানী আঙ্কারায় গতকাল ১৩ই ডিসেম্বর,২০২১ তারিখ বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্ক এর উদ্বোধন করতে পেরে বাঙ্গালী হিসেবে নিজেকে ধন্য মনে করেন।
মো. আতিকুল ইসলাম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ্য, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
# প্রেস বিজ্ঞপ্তি ।