দূরবীণ নিউজ ডেস্ক :
কয়লাবোঝাই একটি বলগেট (কার্গো) ডুবে গেছে বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় । চ্যানেলটির হাড়বাড়িয়ার ৯ নম্বর এ্যাংকরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে কয়লাবোঝাই করে ছেড়ে আসার পর সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়।
কয়লা আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তা মো: আশিকুর রহমান গণমাধ্যমকে জানান, বন্দরের হাড়বাড়িয়া এলাকার ৯ নম্বর এ্যাংকরে অবস্থানরত বিদেশী জাহাজ এমভি এলিনাবি থেকে সোমবার রাতে ৬ শ’ থেকে সাড়ে ৬ শ’ টন কয়লাবোঝাই করে এমভি ফারদিন নামের বলগেট। কয়লাবোঝাই শেষে ওই বিদেশী জাহাজ ছেড়ে প্রায় ৭শ গজ দূরে যেতেই সোমবার রাত সাড়ে ৯টার দিকে সেলিং হওয়া অপর একটি বিদেশী জাহাজের সাথে বলগেটটির ধাক্কা লাগে।
ওই সময়ে বলগেটটি ব্যাক গিয়ারে/ব্যাগারে থাকার কারণেই মূলত বিদেশী জাহাজের সাথে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় প্রতক্ষ্যদর্শীরা জানান। ফলে বলগেটটি মুহূর্তের মধ্যেই সেখানে ডুবে যায়। দুর্ঘটনার সময় বলগেটটিতে কয়জন ষ্টাফ ছিলেন, কেউ নিঁখোজ কিংবা হতাহত হয়েছেন কিনা তা নিশ্চিত করে জানাতে পারেননি আশিকুর রহমান।
তিনি আরো বলেন, বলগেটটির কয়লা নিয়ে ঢাকার মিরপুরের গাবতলীতে যাওয়ার কথা ছিল। বলগেটটি হাড়বাড়িয়ার ৮ ও ৯ নম্বর এ্যাংকোরেজের মাঝামাঝি এলাকায় ডুবেছে বলেও জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন বলেন, জাহাজের সাথে ধাক্কা লেগে যে বলগেটটি ডুবেছে সেটি সম্পূর্ণ বেআইনিভাবে পণ্য পরিবহণ করছিল। কারণ এক হ্যাজবিশিষ্ট বলগেট ডিজি শিপিং থেকে নিষিদ্ধ। এ বলগেট বালু ছাড়া অন্য কোনো পণ্য পরিবহণ করতে পারবে না। এটির (বলগেট) বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।
বলগেটটির চলাচলে নিজস্ব কোনো যোগাযোগ (যান্ত্রিক বার্তা আদান-প্রদাণ) ব্যবস্থা নেই। ফলে বলগেটটি জানেও না যে ওই সময়ে মার্চেন্ট শিপ মুভমেন্ট হচ্ছিল, তাই দুটি বিদেশী জাহাজ সেলিং হয়ে যাওয়ার সময় একটির পিছনের অংশে ধাক্কা খেয়ে সেটি ডুবে যায়।
তিনি আরো বলেন, বলগেটটি মূল চ্যানেলের বাইরে পূর্ব পাশে ডুবেছে, এতে জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না।এর আগে গত ৮ অক্টোবর সার নিয়ে বন্দরের পশুর নদীতে ও ৯ অক্টোবর পাথর নিয়ে ফেয়ারওয়ে বয়া এলাকায় দুটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটে। ফলে বন্দরের বার বার কার্গো ডুবির ঘটনায় বন্দর ব্যবহারকারীরা এক অজানা আতঙ্কে রয়েছে বলে জানান স্থানীয় এক ব্যবসায়ী। #