দূরবীণ নিউজ ডেস্ক :
এবার আফগানিস্তানে কাবুলে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে দুই সাংবাদিককে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার কাবুলে অনুষ্ঠিত এক বিক্ষোভে পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের আটক করে তালেবান যোদ্ধারা।
অবশ্য আফগান সংবাদমাধ্যম এতিলআতরোজের দুই প্রতিবেদক, তাকি দারইয়াবি ও নিমাতুল্লাহ নাকদি তালেবানের যোদ্ধাদের নিয়ন্ত্রিত পুলিশ স্টেশনে কয়েক ঘণ্টা থাকার পর মুক্তি পান।
দুই সাংবাদিক জানান, তালেবান যোদ্ধাদের হাতে আটক অবস্থায় তারা প্রচণ্ড নির্যাতনের শিকার হন। তাদেরকে চপেটাঘাত, লাথি, ক্যাবল ও বন্দুক দিয়ে আঘাত করা হয়।
তারা জানান, ছেড়ে দেয়ার সময় তাদেরকে বিক্ষোভের খবর সংগ্রহের বিষয়ে সতর্কতা জানানো হয়।
এই বিষয়ে তালেবান কর্তৃপক্ষের কাছে মন্তব্য চাওয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি।
# সূত্র : আলজাজিরা