দূরবীণ নিউজ ডেস্ক :
বিপুল মার্কিন অস্ত্র সম্ভার এখন তালেবান যোদ্ধাদের হাতে চলে গেছে। আফগানিস্তানে ২০ বছর ধরে যুদ্ধে এসব অস্ত্র ব্যবহৃত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্মিত এ সকল অস্ত্র ছাড়াও বিভিন্ন সামরিক পরিবহন ও গোলাবারুদের ভাণ্ডার চলে গেছে তালেবানের নিয়ন্ত্রণে।
আজ শনিবার (২১ আগস্ট) এমন সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তালেবান যে সকল মার্কিন অস্ত্র হাতে পেয়েছে তা শুধু ক্ষুদ্র অস্ত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। তালেবান সদস্যরা বিভিন্ন ধরনের বিপুল অস্ত্র, গোলাবারুদ, মাইন প্রতিরোধী সামরিক পরিবহন (ট্যাঙ্ক ও আর্মড ভেইকল) আর হামভি নামের অত্যাধুনিক আর্মড সামরিক জিপ পেয়েছে।
ধারণা করা হচ্ছে যে তালেবান যোদ্ধারা বেশ কয়েকটি ব্লাক হক হেলিকপ্টার ও অন্যান্য যুক্তরাষ্ট্র নির্মিত সামরিক বিমান পেয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনী এসব তথ্য দিয়েছে। এ সকল সামরিক তথ্যানুসারে তালেবান হেরাত প্রদেশ থেকে আরো ২০টি এ-২৯ টুকানো জঙ্গিবিমান পেয়েছে।
২০ বছরের যুদ্ধের শেষ কয়েক বছরে আফগান সেনাদের ছয় লাখ হালকা অস্ত্র (এম১৬ ও এম৪ রাইফেল), ৮০ হাজার সামরিক পরিবহন, নাইট ভিশন গগলস, রেডিও আর অন্যান্য সরঞ্জাম দিয়েছিল যুক্তরাষ্ট্র।
এ ছাড়া মার্কিন কর্তৃপক্ষ আরো সাত হাজার মেশিন গান, চার হাজার ৭০০ হামভি, ২০ হাজার গ্রেনেড ও ১৮ মিলিয়ন গুলি সরবরাহ করেছিল। আফগান যুদ্ধের আগে ও পরের বিভিন্ন সময়ে আরো অনেক সামরিক উপকরণ সরবরাহ করে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের ওই সূত্র বলেছে, তারা শঙ্কিত যদি তালেবাসেনর মিত্র কোনো সংগঠন এসব অস্ত্র হাতে পায় তাহলে তারা এসব অত্যাধুনিক অস্ত্র যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর ওপর প্রয়োগ করতে পারে।
# সূত্র : সিএএন