দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর)তানভীর আহমদকে চাকরি হতে সময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৪ অগাস্ট) ঢাকা দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের স্বাক্ষরে জারি অফিস আদেশে নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জারি করা আদেশে বলা হয়েছে ‘ঢাকা দক্ষিণ সিটরে ‘নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় ৭৫ নং ওয়ার্ডে লায়নহাটি সড়কে আবেদ মাস্টারের বাড়ী সংলগ্ন দেব দোলাইখালের উপর সেতু নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার আগেই ঠিকাদারকে সমুদয় বিল পরিশোধ করা হয়েছে মর্মে’ প্রকাশিত সংবাদে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
উল্লিখিত প্রেক্ষাপটে উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকৌশল বিভাগ অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) তানভীর আহমদকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকুরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা ও চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। চাকুরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে তাকে চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
‘সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধিমোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন’ এবং ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
#