বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ:
পীর সাহেব চরমোনাই এর নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সেচ্ছাসেবীরা সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করা নারী-পুরুষ, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষদের দাফন-কাফন, ফ্রি অক্সিজেন বিতরণ, মাস্ক বিতরণ, রক্ত সেবা ও খাদ্য বিতরণের মতো কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। বিভিন্ন জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সেচ্ছাসেবীরা ৯৯০ জনকে গোসল ও দাফন কাফন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বুধবার (৪ আগস্ট) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়েছে।
জেলার তথ্য:
ঠাকুরগাঁওয় জেলা ২৫৫ জনকে গোসল দাফন কাফন করেছে। চাঁদপুর জেলা ২১৩ জনকে দাফন করা হয়েছে।
বরিশালে চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস ২৫০ জনের মতো মানুষকে ফ্রি অক্সিজেন বিতরণ করেছে। গোসল ও দাফন-কাফন ১৭৯ জন সম্পন্ন করা হয়েছে। ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থা রয়েছে।
খুলনা মহানগর- গোসল,দাফন-কাফন করেছে ৯০ জন। অক্সিজেন দিয়েছে তিন শতাধিক লোককে, আমাদের রক্ত সেবা চালু রেখে ৫০ জন ব্যক্তিকে রক্ত দেয়া হয়েছে, ৬ শতাধিক কর্মক্ষম অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
ঢাকা জেলা দক্ষিণ এর আওতাধীন দোহার থানয় এখন পর্যন্ত ৩৮ জনকে গোসল দাফন কাফন করা হয়েছে।
বাগেরহাটের ১০ জনের গোসল দাফন কাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ এ এখন পর্যন্ত ৪০ জনের গোসল দাফন কাফন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা জেলা দক্ষিণ গোসল ও দাফন কাফন করেছে ৬৭ জন।
যশোর জেলা গোসল দাফন কাফন কার্যক্রম পরিচালনা করেছে ২৫ জন। অক্সিজেন সেবা প্রদান হয়েছে ১০ জনকে।
সিলেট জেলা ১৪ জনকে গোসল দাফন কাফন করেছে। পটুয়াখালী জেলা ২১ জনকে গোসল দাফন কাফন করেছে।
বগুড়া জেলায় গোসল ও দাফন কাফন হয়েছে ৪ জনের।পিরোজপুর জেলা ১ জনকে দাফন কাফন করেছে।
চট্টগ্রামের মিরসরাইয় ১১ জনকে গোসল দাফন কাফন করেছে।সিরাজগঞ্জে ৮ জনকে গোসল দাফন কাফন করেছে।
গোপালগঞ্জে ৪৫ জনকে গোসল দাফন কাফন করা হয়েছে।
ঝিনাইদহে ১ জনকে গোসল দাফন কাফন করা হয়েছে।চুয়াডাঙ্গায় ৮ জনকে গোসল দাফন কাফন করা হয়েছে।
কুষ্টিয়ায় গোসল দাফন কাফন করা হয়েছে ১৫ জনকে।
ব্রাহ্মনবাড়িয়া জেলা শাখার গোসল ও দাফন কাফন এখন পর্যন্ত ৫ জনের খবর পাওয়া গেছে। তবে এ জেলার সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
অনেক জেলা উপজেলার তথ্য না পাওয়ায় এখানে উল্লেখ করা সম্ভব হয়নি।
এডিজেড/একে/দূরবীণ নিউজ।