বিশেষ প্রতিনিধি, দূরবীণ নিউজ:
নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের অধিক শ্রমিক মারা যাবার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারন সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। একইসঙ্গে একই সাথে অগ্নিকান্ডের ঘটনায়ার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছন নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (৯ জুলাই) শ্রমিক দল নেতৃবৃন্দ এক বিবৃতিতে বাংলাদেশে ক্রমান্নয়ে ঘটে যাওয়া এই রকম মানব সৃষ্ট অগ্নিকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর প্রশাসনিক ও আইনী ব্যাবস্থার জন্য জোর দাবী জানিয়েছেন। শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, অগ্নিকান্ডের পর জানা গেছে ওই কারখানাটিতে অগ্নি নির্বাপক ব্যাবস্থা ছিল না, পর্যাপ্ত দরজা জানালা, সিঁড়ি ও বহিঃগমনের কোন ব্যবস্থা ছিলনা। সর্বপরি সমস্ত কারখানায় তালা দিয়ে আটকানো ছিল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন এই কারখানাটি বিল্ডিং কোড মেনে তৈরি হয়েছে কিনা, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছিল কিনা সে বিষয়ের তদন্ত দাবী জানান। নেতৃত্বে কলকারখানা পরিদর্শন অধিদপ্তরকে দায়ী করে তাদের গাফিলতির বিষয়টি তদন্তের দাবী জানান। শ্রমিক দল নেতৃবৃন্দ অগ্নিকান্ডের ঘটনায় গাফিলতির জন্য কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সকল কতৃপক্ষের দায়দায়িত্ব নির্ধারন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শ্রমিক দল নেতৃবৃন্দ অগ্নিকান্ডে নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান টাকা ক্ষতিপুরন, তাদের পরিবারকে পুনর্বাসন ও সন্তানের লেখা পড়া নিশ্চিত করতে সরকার ও মালিক পক্ষের নিকট জোর দাবী জানান।
নেতৃবৃন্দ ভবিষ্যতে এইরুপ দুঃসহ ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।
/এডিজেড/একে/ দূরবীণ নিউজ।