দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা প্রতিরোধে রাজধানীসহ দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের পঞ্চম দিনে নিষেধাজ্ঞা অমান্য করায় দেশের বিভিন্ন এলাকায় ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে র্যাব। সারাদেশে ৫০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যায় র্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লকডাউনের পঞ্চম দিনে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ কার্যকর ও জনসচেতনতা বৃদ্ধি করতে সারা দেশব্যাপী মাঠে ছিল র্যাব। বিধিনিষেধ কার্যকর করতে র্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট।
তিনি আরও বলেন, বিধিনিষেধ বাস্তবায়নে সারা দেশে র্যাবের ১৯১টি টহল ও ২০৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র্যাবের জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও স্বাস্থ্যবিধি চলতে উদ্বুদ্ধ করা হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এএসপি ইমরান খান বলেন, র্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধিনিষেধ অমান্য করায় সারা দেশে পরিচালিত ৫০টি ভ্রাম্যমাণ আদালতে ৪১৫ জনকে দুই লাখ ৩৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করণে বিনামূল্যে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজারও সরবরাহ করা হয়। #