দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর সুত্রাপুরের ধুপখোলা মাঠে প্রায় ১৬ বছর আগে জহিরুল ইসলাম খান সোহেলকে গলা কেটে হত্যার মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এছাড়া রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামিকে খালাস দেয়া হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। আদালতে আজ আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান হাওলাদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ।
মামলায় হাইকোর্টের দেয়া রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা তিন আসামির মধ্যে মো. স্বপনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। স্বপনের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়া হয়েছে।
আর এনামুল কবির রিমন ও মো. বিল্লালের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এই দুইজনকে ফাঁসির সেল (কনডেম সেল) থেকে সাধারণ সেলে আনার নির্দেশ দিয়েছেন আদালত।
এদের আইন ও কারাবিধি অনুযায়ী রেয়াতি সুবিধা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এই তিন আসামি হত্যাকাণ্ডের পর থেকেই কারাবন্দি।
জানা গেছে, ২০০৫ সালের ৫ আগস্ট জহিরুল ইসলাম খান সোহেলকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়ে ২০০৬ সালে রায় দেন ঢাকার একটি আদালত। এরপর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। একইসঙ্গে কারাবন্দি আসামিরা আপিল করেন।
উভয় আবেদনের ওপর শুনানি শেষে ২০১৩ সালে হাইকোর্ট এক রায়ে এনামুল কবির রিমন, মো. বিল্লাল ও মো. স্বপনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আর আবুল হোসেন ওরফে ফোকলা বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই সাজার বিরুদ্ধে আপিল করেন কারাবন্দি আসামিরা। এ আপিলের ওপর শুনানি শেষে বুধবার ওই রায় দিলেন আপিল বিভাগ।
#