দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীতে নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা মহানগর হেফাজত ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হবে।’
গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্নস্থানে যে তাণ্ডবলীলা চালিয়েছে তার সঙ্গে মাওলানা আজহারুল ইসলামের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে।
এছাড়া, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হেফাজতে ইসলামের তাণ্ডবের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।#