দূরবীণ নিউজ প্রতিবেদক :
রাজধানীর শ্যমলীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান এবং প্রমিক্সো লিমিটেডের প্রোপাইটর মৌসুমী ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে ৪ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৩৬৪ টাকার সরকারি অর্থ আত্মসাতের মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১ জুন) দুদকের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে। ওই হাসপাতালের মালামাল ক্রয়ের নামে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে আসামিদের বিরুদ্ধে পৃথক ৩টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
মামলার ৫ আসামি হলেন, ডা. মো. ইমরান আলী, ডা. মো. আবু রায়হান, আফসানা ইসলাম কাকলী, মুন্সী ফররুখ হোসাইন ও মৌসুমী ইসলাম।
জানা যায়, রাজধানীর শ্যমলী এলকার ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে একটি বিলের মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ ১২ হাজার ৮৮ টাকা আত্মসাতের অপরাধে হাসপাতালটির সাবেক উপ-পরিচালক ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান, এবং প্রমিক্সো লিমিটেডের প্রোপাইটর মৌসুমী ইসলামের বিরুদ্ধে একটি মামলা দায়েরের অনুমোদন প্রদান করেছে দুদক।
একই হাসপালের মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে ৩টি বিলের মাধ্যমে ২ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৯৭৬ টাকা আত্মসাতের অপরাধে ডা. মো. ইমরান আলী, ডা. মো. আবু রায়হান, এবং মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মুন্সী ফররুখ হোসাইনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আরো একটি মামলা দায়েরের অনুমোদন প্রদান করেছে কমিশন।
পাশাপাশি হাসপাতালটির মালামাল ক্রয়ের ক্ষেত্রে ২০১৭-১৮ অর্থবছরে ১টি বিলের মাধ্যমে ৫৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আত্মসাতের অপরাধে ডা. মো. ইমরান আলী, উপ-পরিচালক ডা. মো. আবু রায়হান এবং নির্ঝর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আফসানা ইসলাম কাকলীর বিরুদ্ধে তৃতীয় মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন। #